রাজপরীর ঘরে আসছে নতুন অতিথি, চলছে ব্যাপক আয়োজন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:০২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আর মাত্র ক’টা দিন বাকি। এরপরই চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের ঘর আলোকিত করে আসবে ফুটফুটে সন্তান। অনাগত সন্তানের অপেক্ষায় আপাতত সিনেমার কাজ থেকে দূরে আছেন পরী। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঠিকই নজরে আছেন তিনি। এরই মধ্যে অনাগত সন্তানের ব্যবহারের জন্য প্রায় সবকিছুরই ব্যবস্থা করে ফেলেছেন। গায়ের জামা থেকে শুরু করে জুতা, ডায়াপারসহ একটি শিশুর জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করে রেখেছেন দম্পতি। সেটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি এই তারকাজুটি। যার কিছু ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন নায়িকা। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, 'তার আসার আয়োজন।'
এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তারা। ছেলে হলে নাম হবে ‘রাজ্য’ আর মেয়ে হলে তার নাম রাখবেন ‘রাণী’। এই দম্পতি জানেন না তাদের সংসারে ছেলে নাকি মেয়ে আসছেন। তাদের দাবি, তারা নাকি জানার চেষ্টাই করেননি ছেলে নাকি মেয়ে হবে।
সম্প্রতি পরীমনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ছেলে নাকি মেয়ে হবে তা যদি আগেই জেনে ফেলে, তাহলে তো আসল মজাটাই ফুরিয়ে গেল। যখন সন্তান হবে, তখনকার যে অনুভূতি, সেটা তখনই পেতে চাই। তাছাড়া ছেলে-মেয়ে কোনো বিষয় নয়, মা হচ্ছি এটাই বড় কথা।'
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার সেটে রাজের সঙ্গে পরীর প্রেমে হয়। এরপর তারা বিয়ে করেন। তবে শুরুতে বিষয়টি তারা গোপন রাখলেও পরে পরিচালকে তা জানান। এর কিছুদিন পরেই জানান মা-বাবা হতে যাচ্ছেন তাঁরা।