যে ছবিতে এক দিনেই টাকা উসুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৫:০৬ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
এবারের ঈদে শাকিব খান অভিনীত কোনো ছবি মুক্তি পায়নি। প্রায় দেড় যুগ পর এমন ঘটনা ঘটল। ঈদ মানেই শাকিবের ছবি—এমনটা ধরে রাখতেন হল মালিকরা। এবারও গাইবান্ধা জেলার জুমারবাড়ির ‘রোমা’ হলের মালিক ভেবেছিলেন শাকিব খানের ‘লিডার—আমিই বাংলাদেশ’, নয়তো ‘অন্তরাত্মা’ মুক্তি পাবে।
তবে শেষ মুহূর্তে জানতে পারেন দুটি ছবির কোনোটিই মুক্তি পাচ্ছে না। শেষ পর্যন্ত গত ঈদে মুক্তি পাওয়া ‘গলুই’ ছবিটি নিয়েছিলেন তিনি। ৩৫ হাজার টাকায় নেওয়া ছবিটি ঈদের প্রথম দিনেই আয় করেছে ৫৬ হাজার টাকা। ছবিটির বুকিং এজেন্ট আলী আকবর সোহাগ বলেন, “অনেক দিন পর হল মালিকের মুখে হাসি দেখলাম। সাধারণত ঈদে সবাই নতুন ছবি চালানোর চিন্তা করেন। সে ক্ষেত্রে লাখের ওপরে টাকা দিতে হয়। ভাগ্য ভালো থাকলে লাভ হয়, নইলে অনেক সময় সমান সমান থাকে। এবার অনেকটা জোর করে আমি ‘গলুই’ ছবিটি হলের মালিক শাকিল আহমেদ ভাইকে বুকিং করে দিয়েছিলাম। প্রথম দিনেই টাকা উঠে যাওয়ায় তিনি আমাকে উপহারও পাঠিয়েছেন। সপ্তাহ শেষে ছবিটি লক্ষাধিক টাকা ব্যবসা করবে বলে মনে হচ্ছে। ”