ভাইয়ের কাছ থেকেই গাঁজার ডেলিভারি নিতেন রিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার হন সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো অভিনেতা সুশান্তের মৃত্যুর সঙ্গে যুক্ত মাদক মামলায় খসড়া অভিযোগ দায়ের করেছে।
দায়ের করা খসড়া অভিযোগে দাবি করা হয়েছে রিয়া চক্রবর্তী তার ভাই শৌভিকসহ অভিযুক্তদের কাছ থেকে একাধিক গাঁজা ডেলিভারি নিতেন এবং সেগুলো সুশান্তকে দিতেন।সেন্ট্রাল অ্যান্টি-ড্রাগ এজেন্সি গত মাসে ৩৫ জন অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট আদালতে খসড়া অভিযোগ দায়ের করেছিল, যার বিশদ বিবরণ মঙ্গলবার (১২ জুলাই) পাওয়া যায়।
খসড়া অভিযোগ অনুসারে, অভিযুক্তরা ২০২০ সালের মার্চ থেকে সেই বছরের ডিসেম্বরের মধ্যে বেআইনি ষড়যন্ত্র শুরু করে। যার মধ্যে রয়েছে বলিউডে মাদক সংগ্রহ, ক্রয়, বিক্রয় এবং বিতরণ করা। শুধু তাই নয়, অভিযুক্তরা মাদক পাচারে অর্থায়ন করেছে এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের মধ্যে বৈধ লাইসেন্স, অনুমতি বা অনুমোদন ছাড়াই গাঁজা, চরস, কোকেন এবং অন্যান্য মাদকদ্রব্য এবং সাইকোট্রপিক পদার্থ সেবন করেছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে 'রিয়ার ভাই শৌভিক মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন এবং তিনি অন্যদের কাছ থেকে মাদক ডেলিভারি নিয়ে তা রিয়া সুশান্তকে দিতেন।
উল্লেখ্য, অভিযোগ অনুসারে রিয়া তার ভাইসহ অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুসারে অভিযোগ গঠন করা হয়েছে। ২০২০ সালে ৭ সেপ্টেম্বর এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন রিয়া। প্রায় মাসখানেক জেলে থাকার পর অক্টোবর মাসে শর্তসাপেক্ষে জামিন পান এই অভিনেত্রী।