জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর নিজ বাসাতেই এ অভিনেত্রীর মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।
অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমাদের সময়ের অসাধারণ এক অভিনয়শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগত তাদের সবার প্রিয় ‘আম্মা’কে হারালেন।