বাবা হারালেন শেহতাজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৫৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মডেল ও গায়িকা শেহতাজ মুনিরার বাবা মো. আবুল হাশেম মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজধানীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শেহতাজের মা শাহীনা খন্দকার নিশ্চিত করেছেন এ তথ্য।
তিনি গণমাধ্যমকে জানান, গতকাল হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেই। সেখানে হৃদরোগে আক্রান্ত হন। কিন্তু আমরা খুব বেশি সময় পাইনি। রাতে আমাদের ছেড়ে পরপারে চলে গেলেন। জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর বাসা সংলগ্ন একটি মসজিদে মো. আবুল হাশেম মিয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে সমাহিত করা হবে তাকে।