হিল্লোল-নওশীনের ঘরে আসছে নতুন অতিথি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
তারকা দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন। তারা বাবা-মা হতে চলেছেন। এ উপলক্ষে গতকাল (২৫ জুন) আয়োজন করা হয় নওশীনের বেবি সাওয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা। অনুষ্ঠানটি হয় নিউইয়র্কে।
জানা যায়, নওশীনের স্বাস্থ্যবস্থা বেশ ভালো। আগামী মাসে নতুন সদস্য তাদের ঘরে আসবে। বর্তমানে নওশীন আমেরিকায় একটি মেডিকেল সেন্টারে চাকরিরত আছেন। হিল্লোল ব্যস্ত তার ফুড ভ্লগিং নিয়ে। চলতি বছর হিল্লোল বাংলাদেশে এলেও তখন নওশীন আসেননি। বর্তমানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন।