avertisements 2

পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১০:৪২ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উচ্ছ্বাসে মেতেছেন দেশের মানুষ। সেই উচ্ছ্বাস শোবিজ অঙ্গনেও। এ অঙ্গনের প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বপ্নজয়ের আনন্দে ভাসছেন। কেউ পদ্মা সেতু নিয়ে গান গেয়েছেন, কেউ নাটিকায় অংশ নিয়েছেন, কেউ আবার ঘোষণা দিয়েছেন সিনেমা নির্মাণের।

অন্য সবার মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও। সুদূর অস্ট্রেলিয়া থেকেও দেশের সবচেয়ে বড় অর্জনে তিনিও নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না।

শনিবার (২৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাবনূর এক পোস্টে লেখেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়ায় আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত। ’

শুধু শাবনূরই নন, শোবিজের প্রায় সব তারকাই পদ্মা সেতু নিয়ে বেশ উচ্ছ্বসিত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2