লন্ডন থেকে ফিরেই ‘কারাগার’-এ ফারিণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১২ পিএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
কয়েক বছর ধরেই নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পর ব্যাপকভাবে আলোচিত হন। সিরিজটি প্রচারিত হওয়ায় দেশের বাইরেও তাঁর পরিচিতি তৈরি হয়। এরপরই প্রথম চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসে। সেটাও পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা অতনু ঘোষের ছবিতে। টানা তিন সপ্তাহ যুক্তরাজ্যে চলেছে ‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিং। সম্প্রতি ঢাকায় পৌঁছেছেন ফারিণ।
এক মাস পর দেশে ফিরে অভিনেত্রী জানান প্রথম সিনেমার কাজের অভিজ্ঞতা, ‘প্রায় ২০ দিন সিনেমার শুটিং করেছি। লন্ডনেই পুরো ছবির কাজ হয়েছে। শুটিং শেষে কয়েক দিন বেড়িয়েছি। আগে টানা শুটিংয়ের কারণে ঘোরার সময় মেলেনি। একা একা লন্ডন শহরে ঘুরেছি। দুটি থিয়েটারও দেখেছি।’
যদিও দেশ ছাড়ার আগে একটু চিন্তায়ই ছিলেন ফারিণ। একে তো প্রথম সিনেমা, তা–ও আবার অন্য দেশের। শুটিংও দেশের বাইরে হবে—সব মিলিয়ে কিছুটা নার্ভাস ছিলেন। ফারিণ বলেন, ‘লন্ডনে আগে যাইনি। এত দূরে গিয়ে সম্পূর্ণ অপরিচিত একটি টিমের সঙ্গে কাজ করতে হবে, একা একা অনেক দিন থাকতে হবে, কতটুকু ভালোভাবে কাজ করতে পারব, তা নিয়ে চিন্তা ছিল। এ ছাড়া লন্ডনের আবহাওয়া প্রায়ই খারাপ থাকে, এ ভাবনাও ছিল। কিন্তু যাওয়ার পর ধারণাই পাল্টে গেছে। এত সুন্দর একটি টিমের সঙ্গে কাজ করতে পেরেছি, কখনো ভুলব না।’
ফারিণ জানান, সেন্ট্রাল লন্ডনসহ প্রায় ৩৭টি লোকেশনে কাজ করেছেন তাঁরা। তিনি বলেন, ‘শুটিং করতে করতে পুরো লন্ডন প্রায় দেখা হয়ে গেছে। অনেক লোকেশনে কাজ করেছি তো। বলতে পারেন পুরো শহর ভেজে খেয়েছি (হা হা হা…)। লন্ডন দেখার জন্য আলাদাভাবে ঘুরতে হয়নি।’