avertisements 2

জীবনের ভয়ঙ্কর সময় যে কৌশলে পার করেছি: শাহরুখ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুন, বুধবার,২০২২ | আপডেট: ০১:২০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

পাঞ্জাবি র‌্যাপার সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর থেকে বলিউডে আলোচনার কেন্দ্রে রয়েছে গ্যাংস্টার ভীতি। এরইমধ্যে গ্যাংস্টারদের কাছ থেকে পাওয়া হুমকি নিয়ে মুখও খুলেছেন অনেকে। এক গ্যাংস্টার সিধু খুনের দায় স্বীকারের পর অরিজিৎ সিংসহ বলিউডের অনেকেই জানিয়েছেন মাফিয়াদের সাথে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা।

সম্প্রতি মৃত্যুর হুমকি পেয়েছেন সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খান। এবার হুমকি পাওয়া তালিকায় উঠে এলো বলিউড বাদশা শাহরুখ খানের নামও। তিনিও নাকি ছিলেন মাফিয়াদের নিশানায় ছিলেন। এমনই তথ্য উঠে এসেছে শাহরুখকে নিয়ে অনুপমা চোপড়ার লেখা ‘কিং অব বলিউড: শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাক্টিভ ওয়ার্ল্ড অব ইন্ডিয়ান সিনেমা’ বইতে।

এক সময় ভারতের কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের ভয়ে তটস্থ থাকতো সকল তারকারা। সেই আবু সালেম হুমকি দিয়েছিলেন শাহরুখ খানকে! তবে ভয় না পেয়ে শাহরুখ দারুণ কৌশলে সেই হুমকি থেকে নিজেকে মুক্ত করে ফেলেন।

সুযোগের অপেক্ষায় জ্যাকুলিনসুযোগের অপেক্ষায় জ্যাকুলিন
জানা গেছে, কিং খানকে খুন করতে নাকি শার্প শুটারকে ভাড়াও করেছিলেন গ্যাংস্টার আবু সালেম। হুমকি পাওয়ার পর শাহরুখ গ্যাংস্টারকে বলেছিলেন, ‘আমি তোমাকে ঠিক করে দিই না তুমি কাকে গুলি করবে, তাহলে তুমিও আমাকে বলে দিও না আমি কোন ছবিতে কাজ করব।’

এ প্রসঙ্গে শাহরুখ আরও বলেন, ‘আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং হতাশাজনক সময় পার করেছি। তবে আমি মাথা নত করিনি। মৃত্যুর চিন্তা না করে অন্যায়ের প্রতিবাদ করেছি।’ তবে বিষয়টির ঝুঁকি আঁচ করতে পেরে সে সময় মুম্বাই পুলিশ শাহরুখ খানের নিরাপত্তা বাড়িয়ে দেয়। তার সঙ্গে সার্বক্ষণিক দেহরক্ষী নিয়োগ করে। এমনকি কোথাও যাওয়ার সময় একাধিক গাড়ি বদল করে করে নিয়েও যাওয়া হতো কিং খানকে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2