ইসলাম অবমাননার অভিযোগে আফগান মডেলদের আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইসলাম ও পবিত্র কোরআনকে অসম্মান করার অভিযোগে জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকিকে আটক করেছে তালেবান। এছাড়াও আরও আটক করা হয়েছে মডেল গোলাম সাখিসহ আজমলের তিন
তালেবানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স ডিসিআই মঙ্গলবার (৭ জুন) টুইটারে মডেলদের আটকের কথা জানিয়েছে। আটক করার কারণ হিসেবে উল্লেখ করেছেন, হাস্যকর ভাবে পবিত্র কোরআন পাঠ করা।
দিন কয়েক আগেই আজমল এবং সাখির বিরুদ্ধে নেটমাধ্যমে ‘হাস্যকর ভাবে’ কোরআন পাঠের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে দু’জনেই একটি ভিডিও বার্তা শেয়ার করে ক্ষমা চেয়েয়েছিলেন, সেই বার্তায় বলেছেন, পবিত্র কোরআন বা ইসলাম অবমাননার কোনো অভিপ্রায় তাদের ছিল না। যদি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তবে তারা ক্ষমাপ্রার্থী।
একটি আফগান সংবাদমাধ্যমের দাবি, সাখি মানসিক অবসাদের শিকার। তবে তালেবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।
সুত্র: আল এরেবিয়া নিউজ,