সিনেমা মুক্তির আগেই হজে যাচ্ছেন নায়িকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৫০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পবিত্র হজ পালনের জন্য আজ (৮ জুন) পরিবারের সঙ্গে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করছেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া।হজ পালন প্রসঙ্গে সালওয়া জানিয়েছেন, ‘আমার মা-বাবা এবার হজে যাচ্ছে। সঙ্গে আমিও যাচ্ছি। সবাই দোয়া করবেন, যেন ভালোভাবে হজ সম্পন্ন করে ফিরে আসতে পারি।’
এরই মধ্যে নিশাত নাওয়ার সালওয়া বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সে তালিকায় রয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’। এ ছাড়া অভিনয় করেছেন ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ সিনেমা। সিনেমাগুলো এখন আছে মুক্তির অপেক্ষায়।
সিনেমা মুক্তির আগে নায়িকা হজে যাচ্ছেন, তাহলে কি অভিনয় ছাড়ছেন? এমন প্রশ্নে সালওয়ার জবাব, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা, সেটা তো আমাকে করতেই হবে।’
আরও পড়ুন= হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ সাজ্জাদ। সোমবার রাতে হার্ট অ্যাটাক হয় শিল্পীর। এনটিভি অনলাইনকে এমনটাই জানিয়ে সংগীতশিল্পী পলাশের বড় ভাই বকুল বলেন, ‘তবে শারীরিক ভাবে সে বেশ সুস্থ আছে। একটা রিং পড়ানো হয়েছে গতকাল।বিকেলের দিকে কেবিনে স্থানান্তরিত করা হবে।’৯০ দশকের তুমুল জনপ্রিয় ভার্সেটাইল কণ্ঠশিল্পী পলাশ। দীর্ঘ দিনের ক্যারিয়ারে দুই শতাধিক অ্যালবাম প্রকাশ পেয়েছে তার।
এরমধ্যে একক অ্যালবামের সংখ্যা ৩০-এর অধিক। তার প্লেব্যাকের সংখ্যা এক হাজারের মতো। পলাশ ২০১২ সালে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তাঁর গাওয়া শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘মা, তুমি আমার আগে যেয়ো না গো মরে’, ‘ও প্রিয়জন’, ‘কী এমন ছিল প্রয়োজন’, ‘মানুষ বড় স্বার্থপর’।নব্বই দশকে ‘অরবিট’ নামের ব্যান্ডদল গড়ে সংগীত ক্যারিয়ার শুরু করেন পলাশ সাজ্জাদ। এরপর আধুনিক, ফোক, হারানো দিনের গান, রিমিক্স, র্যাপ গানসহ সংগীতের বেশিরভাগ ক্ষেত্রে ছিল তাঁর সফল পদচারণা।