avertisements 2

এতগুলো মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না : অভিনেত্রী জয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১১:২০ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকাগ্রস্ত সারাদেশ। যে যেভাবে পারছে ভূক্তভোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আকস্মিক এই ঘটনায় বেশ মর্মাহত দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

রোববার (৫ জুন) সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'সীতাকুণ্ডে মর্মবিদারী ঘটনা ঘটল, ভাষায় সে শোক প্রকাশের সাধ্য আমার নেই। এতগুলো মানুষের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিছক মানুষের অবহেলায় এমন দুঃখজনক মৃত্যু যে পর্যন্ত আমরা রোধ করতে না পারব, ততদিন অব্দি কী করে আমরা নিজেদের সভ্য আর মানবিক বলে দাবি করতে পারি? সবার লড়াইয়ে, সংগ্রামে, সহযোগিতায় সে দীর্ঘ পথ আমাদের অবশ্যই পাড়ি দিতে হবে।'

জয়া আহসান আরও লেখেন, 'এখনও পর্যন্ত সর্বগ্রাসী সেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনীর ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে চলেছেন। আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় কর্তব্য। চট্টগ্রামের মানুষ ছুটে যাচ্ছে, রক্ত দিচ্ছে, সহযোগিতার হাত বাড়াচ্ছে। যত মানুষ যুক্ত হবে, ততই ভরসা। সেই আবেদন জানাই সবাইকে।'

এখন পর্যন্ত পাওয়া খবরে- আট ফায়ার যোদ্ধাসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে, আহত হয়েছেন অন্তত ৪৫০ জন। তাদের উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, 'নিহতদের রুহের মাগফেরাত কামনা করি।'

প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2