প্রবাসে জীবিকার প্রয়োজনে দোকানদারী করছেন মডেল তিন্নি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:১৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে। ওয়ারিশাকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দেশটিতে নাকি দোকানদারি করে জীবিকা নির্বাহ করছেন একসময়ের ব্যস্ত এই তারকা অভিনেত্রী। তিন্নির কানাডায় থাকার খবর নিশ্চিত করেছেন তার কাছের বন্ধু চিত্রনায়ক নীরব। তবে সেখানে তিন্নি দোকানদারি করছেন কিনা সে বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন এই নায়ক।
এ প্রসঙ্গে নীরব বলেন, অনেক দিন ধরেই মিডিয়ার বাইরে আছে তিন্নি। মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি ঝামেলা পার করতে হয়েছে তাকে। এখন সে নিজেকে অনেকটাই সামলে নিয়েছে। বর্তমানে মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডায় আছে তিন্নি। ইতোমধ্যে কানাডার একটি স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছে। এই স্কুলেই পড়াশোনা করবে ওয়ারিশা। এখন তিন্নি পুরোপুরি তার মেয়েকে নিয়েই ব্যস্ত।
২০০৬ সালে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেছিলেন তিন্নি। বিয়ের তিন বছর পর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। এর কয়েক বছর পর তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়। ২০১৪ সালে দ্বিতীয় বিয়ে করেন তিন্নি। পরের বছর তার এই বিয়ের খবর ফাঁস হয়। জানা যায়, তিনি আদনান হুদা সাদ নামের একজনকে বিয়ে করেছেন। কিন্তু তিন্নির দ্বিতীয় বিয়েও টেকেনি, বিচ্ছেদ হয়ে গেছে।