avertisements 2

বিলাসিতা ও উচ্চাকাঙ্ক্ষা অভিনেত্রীদের মৃত্যুর কারণ: নুসরাত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৩৪ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

গত দু’সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গে তিন অভিনেত্রী ও মডেলের আত্মহত্যার খবরে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও রাজনীতিবিদ নুসরাত জাহান। তিনি বলেন, ‘‘অভিনেত্রীদের এমন মৃত্যু রীতিমতো দুঃখজনক। ভগবানের কাছে এই প্রার্থনা করি, এমন কাজ যেন কেউ না করেন”।

নুসরাত আরও বলেন, পশ্চিমবঙ্গে গত দু’সপ্তাহে তিন অভিনেত্রী ও মডেলের মৃত্যু নিয়ে কথা বলেছেন। নুসরাত বলেছেন, ‘‘ইদানীং একটি প্রবণতা দেখা দিচ্ছে। নতুন প্রজন্মের অভিনেত্রীদের উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা, শিখরে পৌঁছতে গিয়ে তা না পেয়ে মানসিক যন্ত্রণা। তারপর সেখান থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে।’’

সম্প্রতি, নুসরাতের লোকসভা কেন্দ্র বসিরহাটে তার নামে নিখোঁজ পোস্টার পড়েছিল। সে নিয়ে নুসরাত বলেন, ‘‘লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা রয়েছে। প্রতি দিন কিছু না কিছু কাজ করতে হয়। কেউ যদি আমার ছবি লাগিয়ে সংবাদমাধ্যমে বিক্রি করে লাভ পায়, তাতে আমার কী অসুবিধা! যাঁরা নিখোঁজের পোস্টার দিয়েছিলেন, তাঁরাই নিখোঁজ হয়ে বসে আছেন। তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।’’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2