avertisements 2

ঘর বাঁধলেন সানাই, পাত্র ব্যাংকার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

বিয়ে করলেন দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। খানিকটা গোপনেই বিয়ে করেন তিনি। নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে করেন এ অভিনেত্রী।

বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা। বরের বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। শুক্রবার (২৭ মে) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

গত বছর থেকে ইসলামিক জীবন যাপন করার লক্ষে অভিনয় জগতকে বিদায় জানান সানাই। তিনি এখন নিয়মিত বোরকা-হিজাব পরে চলেন। আর চিত্রজগত থেকে পুরোপুরি সরে যান তিনি। এরপর থেকে তাকে নিয়ে আর কোনো আলোচনা শোনা যায়নি। এবার নতুন করে জীবন শুরু করলেন তিনি।

এর আগে ২০১৯ সালে সানাইয়ের একটি বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেই এমন খবরের সত্যতা নিশ্চিত করেছিল। পরে আর সেই বিয়ে সম্পর্কে কিছু শোনা যায়নি।

উল্লেখ্য, মডেল হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সানাই। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিলেন সানাই। শরীরে সার্জারি করিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন শোবিজ অঙ্গন ত্যাগ করা সানাই।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2