কেন দীপিকার নেকলেসে লেখা ‘ফি-আমানিল্লাহ’!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৫৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
হিন্দু ধর্মের অনুসারী বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে এবার আরবিতে ‘ফি-আমানিল্লাহ’ লেখা নেকলেস পরলেন তিনি। ছবিটি সামনে আসতেই ভাইরাল হয়ে যায়। ভারত-পাকিস্তানের একাধিক গণমাধ্যম নেকলেসের ছবি লাল বৃত্ত করে দেখিয়ে খবর প্রকাশ করছে।
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের অন্যতম বিচারক দীপিকা। তাই তিনি এখন ফ্রান্সে অবস্থান করছেন। সেখানে সম্মানজনক লাল গালিচায় হাঁটার সময় ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর নকশা করা পোশাক গায়ে জড়ান। গলায় পরেছিলেন বাহারি নেকলেস। সেই নেকলেসে ক্যামেরায় আরবিতে, ফি-আমানিল্লাহ। এর বাংলা তর্জমা হলো, আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন।
দীপিকার বিশেষ নেকলেসটিতে রয়েছে গোলাপি, সবুজ, সাদা ও নীল রঙের হীরা। নিখুঁত কারুকাজে তৈরি করা এই নেকলেসে মধ্যপ্রাচ্য ও আরব সংস্কৃতির ছাপ রয়েছে।