এমন কি হয়েছে প্রিয়াঙ্কার?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ মে,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৩০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ক্ষত বিক্ষত চেহারা, নাক-ঠোঁট থেকে ঝরছে রক্ত, চাউনিতে আতঙ্কের ছাপ! বুধবার (১৮ মে) প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন এমনই এক ছবি। যা দেখে শিউরে উঠেছে তার ভক্তরা!
তবে চিন্তিত হওয়ার কোন বিষয় নেই। কেননা প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিটি তার নিজের ডেবিউ ওয়েব সিরিজ ‘সিটাডেল’ এর শুটিংয়ের। বর্তমানে ওয়েব সিরিজটির শুটিং সারছেন প্রিয়াঙ্কা, আর সেই সিরিজের শুটিং সেট থেকেই এমন ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা প্রশ্ন রাখেন, ‘তোমাদেরও কর্মক্ষেত্রে খুব কঠিন সময় যাচ্ছে কি?’
অনুরাগীরা তার এমন ছবি দেখে হতবাক। তার একজন ভক্ত বলেছেন, ‘কি হয়েছে তুমি ঠিক আছো’। অন্য এক ভক্ত লিখেছেন, ‘আপনি তো আমারে ভয় দেখিয়ে দিলেন।’ আরেক জন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম আপনি আসলে আঘাত পেয়েছেন। আপনাকে ভালোবাসি প্রিয়াঙ্কা! আপনি কি কাজ করছেন তা দেখার জন্য অপেক্ষায় আছি।’
রুশো ব্রাদার্সের সায়েন্স ফিকশন সিরিজ ‘সিটাডেল’। আমাজন প্রাইম ভিডিওতে প্রকাশ পাবে সিরিজটি। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিরিজে রয়েছেন হলিউড তারকা রিচার্ড ম্যাডেন।