avertisements 2

সিনেমা তৈরির জন্য ৫০ হাজার পোশাক আর ৫০০ পাগড়ি বানিয়েছে অক্ষয় বাহিনী!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:১২ পিএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

Text

একটি সিনেমা তৈরির পেছনে কত গল্পই না থাকে। চরিত্রদের পোশাক সিনেমার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সিনেমা তৈরির সময় যত্নের ত্রুটি রাখেনি ‘পৃথ্বীরাজ’ সিনেমার টিম।

‘পৃথ্বীরাজ’ সিনেমার পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর নির্দেশে তৈরি হয়েছিল ৫০ হাজার রাজস্থানী পোশাক এবং মানানসই ৫০০টি পাগড়ি! সেসব হাতে তৈরি পোশাক পরেই অভিনয় করেছেন সিনেমার কাহিনীর চরিত্ররা।

সিনেমায় দেখা যাবে বিভিন্ন ধরনের পোশাক ও পাগড়ি। বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছে এমনটাই মনে করছেন পরিচালক। সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া পরিচালকের পরিচয়ে রাজি হয়েছিল।

নেমার পরিচালক সংবাদমাধ্যমে বলেছেন যে, 'পৃথ্বীরাজের মতো সিনেমা বানানোর জন্য সেই সময়ের মানুষের পোশাক, পরিবেশ, আচার-আচরণ  ফুটিয়ে তুলায় মুখ্য। সেই সময়ে রাজা, জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যে ধরনের পাগড়ি পরতেন তারই বাস্তব প্রতিলিপি এই সিনেমাতে থাকবে। আমাদের সেটে পাগড়ি সজ্জার জন্য একজন বিশেষজ্ঞ ছিলেন, যিনি সমস্ত অভিনেতার পাগড়ি পরার প্রক্রিয়াটি তদারকি করেছেন।'

এই সিনেমায় অক্ষয় কুমারকে দেখা যাবে পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায়। সংযুক্তার ভূমিকায় দেখা যাবে সাবেক বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারকে। এই সিনেমার মধ্য দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে তার। আগামী ৩ জুন হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2