একই মঞ্চে আলমগীর-রুনা লায়লা পেলেন ‘আজীবন সম্মাননা’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মে,সোমবার,২০২২ | আপডেট: ০২:১৭ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫
কলকাতায় ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’র ১৯তম আসরে একসঙ্গে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।
গত শনিবার (১৪ মে) সন্ধ্যায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে উত্তম কুমার অ্যাওয়ার্ডসহ আরও বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছি। তবে এবারের বিষয়টি ভিন্ন। এবার তারা আমাকে এবং রুনাকে আজীবন সম্মাননা প্রদান করেছেন। নিঃসন্দেহে এটা একটু বেশিই ভালোলাগার।’
অন্যদিকে রুনা লায়লা বলেন, ‘আমি মনে করি, এই সম্মাননা প্রদান দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এখানে দুই বাংলার অনেক শিল্পীই সম্মাননা পেয়েছেন। সবার জন্যই শুভ কামনা ও ভালোবাসা।’
তিনি যোগ করেন, ‘আমরা দুজনই একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম। এটা আসলেই অনেক সম্মানের, আনন্দের এবং একটু অন্যরকম ভালোলাগারতো বটেই। আয়োজকদের ধন্যবাদ।’জানা যায়, গত ১৩ মে কলকাতায় যান আলমগীর ও রুনা লায়লা। এ ছাড়াও ওই আয়োজনে যোগ দিতে দেশের একঝাঁক তারকা ঢাকা ছেড়েছেন।
উল্লেখ্য, এর আগে একই অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক ও নায়িকা ববিতা আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।