এ যেন আলিয়ার ফটোকপি, তরুনীর ছবি ও ভিডিও ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০২:০৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সেলেস্টি বৈরাগী ছবি : সংগৃহীত
বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। ঠিক তারই মতো চেহারার আরেক তরুণীর সন্ধান মিলল। তার নাম সেলেস্টি বৈরাগী। তাদের দুজনের চেহারার মিল দেখে ভীষণ অবাক হন নেটজনতা। ইতোমধ্যে সেলেস্টির একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আলিয়া ভাটের সঙ্গে আসামের ওই তরুণীর এতটাই মিল যে, অনেকেই তাকে নায়িকার ‘ফটোকপি’ হিসেবে আখ্যা দিচ্ছেন। প্রথম দেখায় দুজনকে আলাদা করার উপায় নেই। চুলের স্টাইল থেকে শুরু করে মুখের ডিম্পল সবেতেই যেন হুবহু মিল।
প্রসঙ্গত, একজন মানুষের মতো দেখতে সারাবিশ্বে মোট সাতজন মানুষ আছে, এমন ধারণা অনেকের। বহু আগে থেকেই এমন কথা প্রচলিত আছে। আবারও সেই প্রমাণ মিলল!
অবশ্য এর আগেও বলিউডের তারকাদের মতো দেখতে অনেকেরই সন্ধান মিলেছে। সেই তালিকায় আছেন- শাহরুখ খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সাইফ আলি খান, কারিনা কাপুরসহ অনেকেই। এবার যোগ হলেন রণবীরপত্নী আলিয়া ভাট।