avertisements 2

গলুই-এর প্রদর্শনী বন্ধ করায় অভিনেতা সিয়ামের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২৫ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

সিয়াম

জামালপুরের অডিটরিয়ামে ‘গলুই’ ছবির প্রদর্শনী জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নির্মাতা এস এ হক অলিক। পরিচালক জানান, জামালপুরের মূল প্রদর্শনী ক্ষেত্রটিও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। অডিটরিয়ামগুলো বন্ধ করার ব্যাপারে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে অর্থাৎ ১৯১৮ সালে প্রণীত একটি আইনকে সামনে টেনে এনেছেন জেলা প্রশাসক। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এমন কোনো নির্দেশনা দেয়নি।


এদিকে বিষয়টি নিয়ে চলচ্চিত্র ও নাট্যসংশ্লিষ্ট অনেকেই মুখ খুলছেন। চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদও প্রদর্শনী বন্ধের প্রতিবাদ জানিয়েছেন। সিমা নিজের ফেসবুকে বলছেন, 'একজন শিল্পী হিসেবে আমরা শিল্পের চর্চা করতে চাই। পারফরমিং আর্টের অন্যতম বড় টুল হচ্ছে অডিয়েন্স। দর্শক যখন আমাদের কাজ দেখে, প্রতিক্রিয়া জানায়- আমাদের ভালো লাগে। কিন্তু দর্শকের তুমুল আগ্রহের পরও একটি সিনেমার প্রদর্শনী যখন বন্ধ করে দেওয়া হয়, তা ভীষণ দুঃখজনক। '

প্রতিবাদ জানিয়ে সিয়াম বলছেন, 'চলচ্চিত্রের একজন সামান্য কর্মী হিসেবে আমি এর প্রতিবাদ জানাচ্ছি। দর্শক যা দেখতে চাইছে, তা তাদের দেখতে দেওয়া হোক- সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই অনুরোধ রইল। '

নির্মাতার অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকলেসুর রহমান সোমবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বলেন, ‘চলচ্চিত্র বন্ধ করার কোনো নির্দেশনা আমরা দিইনি। কারণ সেখানে আমাদের বলার কিছু নেই। সিনেমা চললে চলবে, আমাদের অনুমতি দেওয়া বা বন্ধ করতে বলার কোনো কারণই ঘটেনি। ’

উল্লেখ্য, এবারের ঈদে সিয়াম ও পূজা চেরি অভিনীত 'শান' চলচ্চিত্রটি দেশব্যাপী মুক্তি পেয়েছে। সিনেমা হলগুলোর পাশাপাশি সিনেপ্লেক্সগুলোতেও এই ছবি দর্শকদের আগ্রহের তালিকায় থাকছে।


 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2