avertisements 2

সিঁথিতে সিঁদুর নিয়ে সন্তান কোলে দেখা দিলেন মিথিলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২৬ পিএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নতুন রূপ-ঢংয়ে দেখা দিলেন তিনি। তার সিঁথিতে সিঁদুর, কোলে শিশুসন্তান। এমন রূপে তাকে দেখা যায়নি আগে কখনো। টালিউডে ‘আয় খুকু আয়’ সিনেমার শিরোনাম সংগীতে এভাবেই দেখা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী।

এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো মিথিলা জুটি বেঁধে অভিনয় করছেন টালিউডের অভিনেতা প্রসেনজিতের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম প্রসেনজিৎ জানিয়েছেন, ছোট চরিত্র হলেও দর্শকমনে গভীর ছাপ রাখবে মিথিলার চরিত্রটি।

প্রসেনজিৎ-মিথিলা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন, এ খবর জানার পর থেকেই সবার আগ্রহ ছিল এক ফ্রেমে কেমন লাগবে দুজনকে। সেই কৌতূহল মিটল ‘আয় খুকু আয়’ গানের দৃশ্যের মাধ্যমে। কপালে বড় টিপ, ঘরোয়া শাড়ি, কোলে সদ্যোজাত মেয়ে। গানটি পুরো দেখলে এও বোঝা যায়, সেই মেয়েকেই পরে একা বড় করেন প্রসেনজিৎ।

মিথিলা ও প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। সিনেমায় আরও দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, রাহুল দেব বোস। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ মে ভারতে। এ সিনেমার প্রযোজক কলকাতার অভিনেতা জিৎ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2