avertisements 2

ব্যক্তিজীবনে যে চাকরি করেন হাবু ভাই!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১০ এএম, ১৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

Text

হালের আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির সিজন চারের প্রচার চলছে বর্তমানে। আর এ নাটকের দর্শকপ্রিয় চরিত্র ‘হাবু ভাই’। এ চরিত্রে অভিনয় করেছেন চাষী আলম। শুরু থেকেই তার সংলাপ এবং অভিনয়ের কারণে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির মাধ্যমে তার চরিত্রটি দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনে তিনি কী করেন সেটি জানতে আগ্রহের কমতি নেই নেটজনতার।

সম্প্রতি হাবু ভাই ওরফে চাষী আলম জানিয়েছেন অভিনয়ের পাশাপাশি চাকরিও করেন তিনি।তিনি জানান, ‘একটা চাকরি করি, অফিসেও যাই দেরিতে। আমার সবকিছুই দেরিতে হয়। এই যে এখন জনপ্রিয়তা, এটাও দেরিতে এসেছে। কিন্তু আমি সব পাই।’ কোথায় চাকরি করেন জানতে চাইলে হাবু ভাই জানান, ‘আমি একটা এডভারটাইজিং এজেন্সিতে আছি।

দর্শকদের বাংলা নাটক দেখার আহ্বান জানিয়ে এই অভিনেতার ভাষ্য, ‘আমার জন্য দোয়া করবেন। ব্যাচেলর পয়েন্টের জন্যও দোয়া করবেন। বাংলা নাটকের প্রতি আগ্রহ দেখাবেন, বেশি বেশি বাংলা নাটক দেখবেন

বিষয়:

আরও পড়ুন

avertisements 2