‘এই দায়ভার কে নেবে’ প্রশ্ন ওমর সানীর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১১:২৭ পিএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
ছবি : সংগৃহীত
নব্বইয়ের দশকের সুপারস্টার ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। এমনকি টিকটকেও নিয়মিত ভক্তদের জন্য ভিডিও বানান কুলিখ্যাত অভিনেতা। প্রায়ই তিনি সামাজিক যোগাযোগামাধ্যমে নানা ধরনের ইস্যু নিয়ে পোস্ট করে থাকেন।
২১ এপ্রিল বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। সম্প্রতি ঘটে যাওয়া নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষে নিহত পথচারী নাহিদকে নিয়ে।
তিনি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই দায়ভার কে নেবে? আমি বলি বাংলাদেশ নেবে, গরিব বলে বিচার হবে না? আমি বোনটার সঙ্গে একমত, পরিবারের সঙ্গে একমত। কেন হবে না? রাষ্ট্রের উচিত এই পরিবারটাকে স্বাবলম্বী করে দেওয়া, এড়িয়ে যাবেন না রাষ্ট্র কারণ আমরা যে প্রজা রাষ্ট্রের।’