সোশ্যাল মিডিয়ায় আলিয়াকে নিয়ে সমালোচনার ঝড়!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩১ এএম, ২৪ জানুয়ারী,শুক্রবার,২০২৫
ছবি ইন্টারনেট
পহেলা বৈশাখের প্রথম দিন (১৪ এপ্রিল) রণবীর কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভাট। সপ্তাহ না পেরুতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নবদম্পতি।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আলিয়াকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। খোলা চুলে নো-মেকআপ লুকেই দেখা গেছে নায়িকাকে। হাতে মেহেদির রং জ্বলজ্বল করলেও সিঁথিতে ছিল না সিঁদুর। এমনকি পাঞ্জাবি রীতিতে বিয়ে করলেও হাতে চূড়া পরেননি তিনি।
সোশ্যাল মিডিয়ায় আলিয়ার এমন রূপ দেখে নেটিজেনদের কেউ কেউ আপত্তি জানিয়েছেন। এমনকি রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন কাপুর পরিবারের পুত্রবধূ।
আলিয়ার ছবিতে একজন লিখেছেন, ‘নতুন বউয়ের এ কেমন সাজ? এর চেয়ে ক্যাটরিনা অনেক ভালো ছিল।’ অন্যজন লেখেন, ‘কেমন ম্যাড়ম্যাড়ে দেখাচ্ছে।’ তবে আলিয়ার অনুরাগীরা ঠিকই তার পাশে দাঁড়িয়েছেন। নায়িকাকে নিন্দুকদের কথায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন ভক্তরা।
প্রসঙ্গত, জীবনে একাধিক প্রেম এলেও প্রেমিকা আলিয়া ভাটকেই জীবনসঙ্গী করেছেন রণবীর কাপুর। সম্পর্কের প্রথম দিন থেকেই আলিয়াকে বিয়ের সিদ্ধান্ত নেন রণবীর। যেটা পূর্বের কোনো প্রেমিকার ক্ষেত্রে ঘটেনি। সাদামাটাভাবে পারিবারিক আবহে বিয়ে সেরেছেন এই নবদম্পতি। সেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব মিলে মোট ৫০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন।