avertisements 2

পাকা গিন্নী হয়ে উঠছেন ক্যাটরিনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৯:২৩ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝেই আটকে তার জীবন। তবে বিয়ের পর থেকে হেঁশেলেও সময় দিচ্ছেন ক্যাটরিনা কাইফ। রোববার সকালে বর ভিকি কৌশলের জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলেন ক্যাট, আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। স্বামীর জন্য ভালোবেসে ডিমের ভুজিয়া বা স্ক্র্যাম্বলড এগ বানিয়েছিলেন ক্যাট। ছবি শেয়ার করে ক্যাপশনে নায়িকা লেখেন, 'রোববারের ব্রেকফাস্ট বরের জন্য, আমি বানিয়েছি'। 

এর আগে ভিকি এবং তার পুরো পরিবারের জন্য হালুয়া বানিয়েছিলেন ক্যাট। 'বিশ্বের সেরা হালুয়া'র তকমা দিয়ে মন খুলে তার প্রশংসাও করেছিলেন ভিকি।

গত বছর ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় কায়দায় বিয়ে সারেন 'ভিক্যাট'। বিয়ের আগপর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি দুজনে। যদিও তাদের প্রেমকাহিনি অজানা ছিল না কারোরই। 

এক সাক্ষাতকারে ক্যাটরিনার হাতের রান্নার প্রশংসা করেছেন দেবর সানি কৌশলও। তিনি বলেন, 'আমি ওইদিন শহরে ছিলাম না বলে ক্যাটের তৈরি হালুয়া খেতে পারিনি। তবে মা আমার জন্য রেখে দিয়েছিল। বেশ দারুণ খেতে হয়েছিল'।

বৌদির প্রশংসা করে সানি যোগ করেন, 'উনি খুব ইতিবাচক একজন মানুষ। পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের। ক্যাটরিনা একেবারেই মাটির মানুষ।' 

বোঝাই যায়, শ্বশুরবাড়ির লোকজনের সামনে নিজের সুপারস্টার তকমা একেবারেই জাহির করেন না ক্যাটরিনা। বরং পাঞ্জাবি বাড়ির আদর্শ বউমা হয়ে উঠতে তিনি রীতিমতো নাকি প্রশিক্ষণ নিয়েছেন। বিয়ের আগে পাঞ্জাবি ভাষা শিখেছেন, জেনেছেন সমস্ত আদব-কায়দাও।

একদিকে যেমন সংসারে সময় দিচ্ছেন, তেমন নতুন প্রজেক্টের কাজ নিয়েও ব্যস্ত তিনি। সদ্যই 'টাইগার ৩'র শ্যুটিং সেরেছেন ক্যাটরিনা। হাতে রয়েছে 'ফোন ভূত', 'মেরি ক্রিসমাস'-এর মতো প্রজেক্ট।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2