পুষ্পারাজকে এবার সত্যিই ঝুঁকতে হলো পুলিশের কাছে, দিল জরিমানাও
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির একটি সংলাপ দর্শকের মুখে মুখে- ‘পুষ্পা, ঝুঁকেগা নেহি’। যেখানে পুষ্পা চরিত্রের এই তারকাকে কাবু করতে নাকাল হতে হয় পুলিশ সদস্যদের। কোনোভাবেই প্রশাসনের কাছে মাথা নত বা ঝুঁকেননি তিনি। তবে এবার তাকে ঝুঁকতে হলো পুলিশের কাছে।
এমনকি দিতে হলো জরিমানা। ঘটনাটা তার ব্যক্তিগত গাড়ি নিয়ে। অনেক সুপারস্টারের মতো আল্লুর গাড়িতেও আছে কালো কাঁচ। আর এটাতেই বাধ সেধেছে হায়দরাবাদ পুলিশ। নিয়ম অনুযায়ী গাড়িতে এ ধরনের কাচ ব্যবহার করা যাবে না। আর এ কারণেই ৭০০ রুপি জরিমানা গুনতে হলো নায়ককে।
সম্প্রতি কালো ও রঙিন কাচ লাগানোর প্রবণতা বেড়ে গেছে হায়দরাবাদে। দুটি কারণে এটি করছেন তারকাসহ অনেকে। এক, এতে গাড়ির ভেতরের ঠাণ্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই, বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভেতরে কোনও তারকা রয়েছেন কি না!
বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাচ খুলে দিচ্ছেন। করছেন জরিমানাও।
আল্লু অর্জুন ব্যবহার করেন রেঞ্চ রোভার। সম্প্রতি এটিই পুলিশের জরিমানার কবলে পড়ে।