avertisements 2

'কাঞ্চন-নিপুণ যা করল তা ইতিহাস হয়ে থাকবে'

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২৬ এএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য পদ হারানো ১৮৪ জনের মধ্যে ১০৩ জনের সদস্যপদ ফিরিয়ে দিলেন কাঞ্চন-নিপুণ পরিষদ। এখন সহযোগী সদস্য হিসেবে থাকা ওই ১০৩ জন সদস্য ভোটাধিকারসহ সমিতির অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন। বুধবার শিল্পী সমিতির কার্যকরী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

সাইমন বলেন, আজ আমাদরে  শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাইমন আরও বলেন,  আপনারা জানেন গত কমিটি ১৮৪ জনের ভোটাধিকার বাতিল করে। এই ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজ-খবর এখনো পাওয়া যায়নি। পদ হারানোদের পদ ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত হলেন পদ হারানো ১০৩ জন।

এদিকে ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে আনন্দে ভাসছেন এতোদিন ভোটাধিকার বঞ্চিত শিল্পীরা। এ নিয়ে আন্দোলন কম হয়নি। আদালতের বারান্দাতেও গিয়েছেন তারা। পদ ফেরত পাওয়াদের দলে থাকা একজন অভিনেতা শান আরাফ।

ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদেরকে সহযোগী সদস্য করা জায়েদ খানের ভুল সিদ্ধান্ত। সে অন্যায়ভাবে আমাদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আজ কাঞ্চন-নিপুণ এসে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। এই ১০৩ জন শিল্পীর ভালোবাসা ও দোয়া তাদের প্রতি আজীবন থাকবে।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2