avertisements 2

মাহির কাছ থেকে ইফতারি কিনতে ক্রেতাদের ভিড়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি রেস্টুরেন্ট ব্যবসায় মন দিয়েছেন। ঈদুল ফিতরের আগের দিন চাঁদ রাতে তার এ রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। নায়িকা নিজেই এই তথ্য জানালেন।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ‘ফারিশতা’ নামের রেস্টুরেন্ট তার কার্যক্রম শুরু করেছে পবিত্র রমজান মাস উপেক্ষে। নানা আইটেমের সুস্বাদু ইফতার সামগ্রী নিয়ে হাজির মাহির রেঁস্তেরা। প্রথম রোজা থেকেই চলছে ইফতার সামগ্রী বিক্রি।

মাহিয়া মাহি

প্রথম দুই দিনে বেশ ভাল বেচা-বিক্রি হয়েছে বলেও জানান মাহির স্বামী রকিব সরকার। ইফতারি বিক্রির সময় মাহি ফেসবুক লাইভে এসে সকলের কাছে দোয়া চেয়েছেন। তার সঙ্গে রেস্টুরেন্টের টি শার্ট পরে মাহির স্বামী রকিব সরকারকেও দেখা যায়। স্ত্রীর ব্যবসা নিয়ে তিনি নিজেও বেশ উৎফুল্ল।

বেশ কিছু কর্মচারীকে ইফতার সামগ্রী বিক্রি করতে দেখে গেছে। সোমবার বিকেলে মাহি নিজের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ক্রেতাদের হাতে। এ সময় রেস্টুরেন্টের সামনে বিপুল সংখ্যক দর্শনার্থীদের ভিড় লেগে যায়।

গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে উত্তর দিকে তেলীপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমপাশে অবস্থিত রেস্টুরেন্টটি আধুনিক সাজে সজ্জিত করা হচ্ছে। চমৎকার ডেকোরেশন দিয়ে সাজানো হচ্ছে আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে।

ছয় হাজার বর্গফুটের বেশি আয়তনের এ রেস্টুরেন্টটিতে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেয়ার সুযোগও থাকবে। পুরোদমে চলছে এটি প্রস্তুতের কাজ। মাহি বলেন, তার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। এরই মধ্যে এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছেন। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে চান না এই নায়িকা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2