পরিবারিক ইফতারের ছবি পোস্ট দিয়ে প্রশংসায় ভাসছেন মিম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ১২:০২ পিএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বছর ঘুরে এসেছে পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস।
আজ (৩ এপ্রিল) রমজানের প্রথম দিনে পরিবারের সদস্যদের নিয়ে মুসলমানদের ধর্মীয় আয়োজনে শামিল হলেন তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আর তাই ইফতারের ছবি পোস্ট করে দিলেন সম্প্রীতির বার্তা৷
ওই ছবিতে ধর্মের ভেদাভেদ ভুলে মিম যেন সবাই মিলেমিশে গড়ে তোলা অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রই তুলে ধরতে চাইলেন৷ টেবিলে তারা বসেছেন বাহারি খাবারে ইফতারের পসরা সাজিয়ে৷
ক্যাপশনে মিম লিখেছেন, ‘প্রথম রমজান শান্তিতে কাটলো।’ তার সেই পোস্টটিতে মুহূর্তেই হাজার হাজার রিয়্যাক্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটজনতা। এ ছাড়াও কমেন্টস ও শেয়ারে ভাসছে নায়িকার পারিবারিক ছবিটি। তার অসাম্প্রদায়িক চেতনার প্রশংসা করছেন নেটজনতা।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত দুই বছর রমজানে বিধিনিষেধ ছিল। সেই শঙ্কা কাটিয়ে এবার স্বাভাবিক পরিস্থিতিতে এলো সিয়াম সাধনার মাস। গত বছরও রমজানের প্রথম দিন পরিবারের সঙ্গে ইফতারের মুহূর্ত শেয়ার করেছিলেন মিম।