avertisements 2

যুক্তরাষ্ট্রে মৌসুমী, দেশে ভালো নেই অসুস্থ ওমর সানী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ মার্চ, বুধবার,২০২২ | আপডেট: ০৮:০৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। তাদের কেমিস্ট্রি নেটাগরিকদের মনে বরাবরই ভালোবাসার সঞ্চার করেছে। শোবিজের নানা আয়োজনেও একসঙ্গে তাদের সরব উপস্থিতি প্রাণোচ্ছল করে তুলে। বর্তমানে একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন প্রিয়দর্শিনী। অন্যদিকে দেশে অবস্থান করছেন ওমর সানী। তার শারীরিক অবস্থা ভালো নেই।

বুধবার (২৩ মার্চ) সোশ্যাল মিডিয়ায় মৌসুমীর ও নিজের ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, 'চার-পাঁচ দিন যাবত সর্দি, কাশি, গলাব্যথা- এ নিয়ে চলছিলো, সাথে ডাক্তারের পরামর্শে চলছে এন্টিবায়োটিক। কিন্তু গতকাল থেকে শরীর আর চলছে না, দোয়া করবেন আপনারা।'

এদিকে আজ (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। অসুস্থতার কারণে সেখানে যেতে পারেননি ওমর সানী।

এই নায়কের ভাষ্য, 'দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে পারলাম না। ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে দূরে থেকেও খুব কাছে। দোয়া করবেন।'

প্রসঙ্গত, ১৯৯৬ সালে বিয়ে করেন ওমর সানী-মৌসুমী। তারকাদের বিয়ে ভাঙার হিড়িকেও এখন অব্দি সুখে সংসার করছেন তারা। সানী-মৌসুমীর সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2