avertisements 2

বিয়ে নিয়ে আক্ষেপ প্রকাশের একদিন পরেই হানিমুনে ন্যানসি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১০:২২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

সাত মাস হলো বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি ও মেহেদী মহসীন। বিয়ের পর পাারিবারিক ও সামাজিক নানান জটিলতার সম্মুখীন হতে হচ্ছে দুজনেরই। ন্যান্সি-মহসীনের অনাগত সন্তান, আগের ঘরের সন্তান, কাছের মানুষ, শ্বশুর বাড়িসহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি খোলামেলা লিখেছিলেন এ কণ্ঠশিল্পী।

ফেসবুকে পোস্ট করা দীর্ঘ স্ট্যাটাসে ন্যান্সি লিখেছিলেন, সুখ খুঁজতে গিয়ে যেন অশান্তি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন তিনি। এমন কথা লেখার একদিন দিন পরেই হানিমুনে যাওয়ার খবর দিলেন ন্যান্সি। শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টা ৫৭ মিনিটে কক্সবাজারের চেকইন দিয়ে এবং স্বামী সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ন্যান্সি লিখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’

এর ঘণ্টা দুয়েক আগে স্বামীর সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছেন, ‘একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কাটতির। কিছু মানুষ খেয়ে পরে তো বাঁচলো, এই বা কম কি! শুভ দুপুর।’

ধারণা করা হচ্ছে, শুক্রবারের বিস্ফোরক বক্তব্য থেকে সংবাদমাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরেই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যান্সি। ন্যান্সির স্ট্যাটাস দেখে যোগাযোগ করা হলে ন্যান্সি গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখন হানিমুনে, কক্সবাজার। বিয়ের পর আমাদের হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারিনি। এখন সুযোগ হয়েছে, তাই চলে আসছি।’

আপনার একটি স্ট্যাটাস ঘিরে তো অনেক জল্পনা কল্পনা- বলতেই জনপ্রিয় এ সংগীতশিল্পী বলেন, ‘এটা নিয়ে কিছু বলার নেই। আমরা ভালো আছি, বিন্দাস আছি। আলহামদুলিল্লাহ। কে কি ভাবল, তা নিয়ে আমি ভাবি না। অনেকের মনে কল্পনা থাকতেই পারে। সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার কাছে বিষয়টি খুব হাসির লাগে।’

উল্লেখ্য, ন্যান্সি ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন। দীর্ঘ ৬ বছর সংসার জীবনের ইতি টানেন ২০১২ সালে। সেই সংসারে রয়েছে এক মেয়ে। নাম রোদেলা। ২য় বিয়ে করেন ২০১৩ সালের ৪ মার্চ। কিন্তু ২০২১ সালের এপ্রিলে গায়িকা জানান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না তিনি। একই বছরে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2