avertisements 2

খোলা চিঠিতে যা লিখলেন অভিনেত্রী সামান্থা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:১০ এএম, ২ মার্চ,শনিবার,২০২৪

Text

সামান্থা রুথ প্রভু ছবি সংগৃহীত

ডিভোর্সের পর ক্যারিয়ারে চমক দেখিয়ে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু। ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান ২ দিয়ে প্রশংসিত হয়েছেন। পুস্পা ছবির আইটেম গানে ঝড় তুলেছেন। একের পর এক কাজ আসছে হাতে। দক্ষিণী ছবির নায়িকাদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে দুই নম্বরে অবস্থান করছেন। 

তবে একের পর এক কটাক্ষের শিকারও হতে হচ্ছে সামান্থাকে। 

জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে হাজির হয়েছিলেন সামান্তা। সেই অনুষ্ঠানে পরে যাওয়া পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু মন্তব্য করা হয়। সেই প্রসঙ্গ টেনে ইনস্টাগ্রাম স্টোরিতে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

সামান্থা লিখেছেন, চারপাশে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে একজন নারী হিসেবে আমার অভিজ্ঞতা আছে। আমরা নারীকে বিচার করি তার পোশাক, জাত, শিক্ষা, সামাজিক অবস্থান, চেহারা, ত্বকের রঙ এবং এ রকম আরও অনেক বিষয় দিয়ে। একজনের পোশাক দেখে তাকে বিচার করা খুব সহজ কাজ।

এই অভিনেত্রী আরও লিখেন, শুধু পোশাকই নয়, পোশাকের নানা অংশ নিয়েও মানুষ নারীকে বিচার করে। এসব বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা ২০২২ সালে বাস করছি। আমরা কি শেষমেশ একজন নারীকে তার পোশাকের হেমলাইন ও নেকলাইন দিয়ে বিচার করা বন্ধ করতে পারি? তার বদলে আমরা নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিতে পারি না? আমার ব্যক্তিগত আদর্শ  আরেকজনের ওপর চাপিয়ে দিয়ে কখনোই ভালো কিছু আসেনি। আমরা একজন ব্যক্তিকে যেভাবে দেখি ও বুঝি, আসুন সেই দৃষ্টিভঙ্গিটাকে আবার নতুন করে লিখি। 

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2