avertisements 2

খোলামেলা পোশাক পড়া নিয়ে  সমালোচনায় সামান্থা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ১২:০০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

সংগৃহীত ছবি

এবার সামান্থা প্রভুর পোশাক নিয়েও নিয়েই চর্চা শুরু। সামান্থা প্রভুর পোশাক নিয়েও চর্চা আর কৌতূহলের অন্ত নেই। সম্প্রতি একটি ফটোশুট করে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। গাঢ় সবুজ রঙের একটি গাউন পরে ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। জামার গলা ইংরেজি অক্ষর ‘ভি’-এর আকারে কাটা। যার ফলে অভিনেত্রীর বুকের কিছুটা অংশ অনাবৃত। গাউনটি লম্বা ঝুলের হওয়ায় সামান্থা বসলে বা দাঁড়ালেও তা মাটিতে লুটিয়ে পড়েছে। দক্ষিণী অভিনেত্রীর এই সাজকে অনেকেই ‘সাহসী’ তকমা দিয়েছেন। ইতোমধ্যেই ১৬ লক্ষেরও বেশি অনুরাগী ছবিটি পছন্দ করেছেন।

তবে প্রশংসা যেমন আছে, তেমনি কটাক্ষ করেও মন্তব্য করেছেন অনেকেই। সামান্থার জামার কিছুটা অংশ মাটিতে লুটিয়ে থাকায় অনেকেই ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, ‘আপনি কি ঝাড়ু দিচ্ছেন?’ কেউ কেউ আবার সামান্থার খোলামেলা অবতার নিয়ে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেছেন। কারও কারও বিস্ময়, ‘এ কোন ধরনের জামা পরেছেন?’

এ ধরনের অভিজ্ঞতা আগেও হয়েছে সামান্থার। বিকিনি পরে ছবি দিয়ে একই ভাবে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু তাতে তাঁর কিছু আসে যায় না! সব নেতিবাচকতাকে তুড়িতে উড়িয়ে নিজের শর্তে বাঁচেন সামান্থা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2