avertisements 2

চলচ্চিত্র শিল্পী সমিতির নারী সদস্যের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪২ এএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে বিউটি আক্তার মিনু (৫০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন বলে জানায় তার পরিবার। রোববার মিনুর মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন মিনু। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মিনুর ছোট ভাই ফারুক জানান, বেশ কয়েক মাস আগে সৌদি প্রবাসী নিলয় নামের একজনের সঙ্গে মিনুর ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে ওই ছেলের সঙ্গে মিনুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর হঠাৎ শনিবার রাতে ওই ছেলের সঙ্গে মোবাইলে কথা বলার সময় বেশ ঝগড়া হয় মিনুর।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2