জীবনের প্রথম প্রেমের কথা ফাঁস করলেন কুমার শানু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০১:৩২ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুর রোম্যান্টিক গানের প্রেমে পড়েছেন অসংখ্য ভক্ত। কিন্তু এই গায়ক নিজেই নাকি প্রেমে ব্যর্থ! বলিউডে সালমান থেকে শাহরুখ সব নায়ককে পর্দায় কণ্ঠ দিয়েছেন কুমার শানু। তবে জীবনের প্রথম প্রেমেই প্রত্যাখ্যান হয়েছিল ‘মেলডি কিং’র।
এত বছর পর নিজের প্রথম প্রেম নিয়ে মুখ খুলে এমনটিই জানিয়েছেন কুমার শানু।
বহু বছর আগে একটি মেয়েকে ভালোবাসেন কুমার শানু। তখন সাহস করে সেই মেয়েটিকে নিজের মনের কথা প্রকাশও করেছিলেন তিনি। কিন্তু মেয়েটি পাল্টা প্রশ্ন করেন, তাকে খাওয়াতে পারবেন কিনা? প্রথম প্রেম নিয়ে কুমার শানু বলেন, মেয়েটিকে ‘ভালোবাসি’ বলতেই সরাসরি প্রত্যাখ্যান। মুখের উপরে বলেছিল, ‘আমি তো তোমায় ভালোবাসি না! তাছাড়া, তুমি কে? কী কর? আমায় খাওয়াবে কী?’ গায়ক জানান সেই দিন মাথা নিচু করে চলে আসেন। কিন্তু মনের কোণায় ক্ষতটা এখনো রয়ে গেছে।
ভারতীয় টেলিভিশনের গানের প্রতিযোগিতা ‘সুপার সিঙ্গার শো’-তে বিচারকের ভূমিকায় রয়েছেন কুমার শানু। এই শোটির একটি পর্বে তিনি কথা বলেন প্রেম-ব্যর্থতা নিয়ে। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক যিশু সেনগুপ্তকে নিজের প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কথা ফাঁস করেন কুমার শানু।