নায়িকা সুবাহর বিরুদ্ধে মামলা করলেন ইলিয়াস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৫১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গত বছরের ১ ডিসেম্বর তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। বিয়ের এক মাস না পেরোতেই সেই সংসারে ভাঙন শুরু হয়। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন। নিরবতা ভেঙে এবার সুবাহর বিরুদ্ধে মামলা করলেন ইলিয়াস।
গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৬,২৯,৩৫ ধারায় মামলাটি করেন ইলিয়াস। আরটিভি নিউজের হাতে মামলার কপি এসে পৌঁছেছে।
মামলায় উল্লেখিত অভিযোগে বলা হয়েছে, আসামি শাহ হুমায়রা সুবাহ গত ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং এই গায়কের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুব্রত দেবনাথ আরটিভি নিউজকে জানিয়েছেন, ‘মামলাটির তদন্ত চলছে। যেহেতু উনি (ইলিয়াস) অভিযোগ করেছেন, সেটি আমাদের যাচাই-বাছাই করতে হবে। অভিযোগটি কতটুকু সত্য সেটি তদন্ত শেষে বলতে পারব।’
প্রসঙ্গত, তিন বছর আগের কথা। ২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি জাতীয় দলের এক সময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। তাদের সেই আলোচিত প্রেমের ইতি ঘটেছে আগেই। সুবাহর প্রেমকে পায়ে ঠেলে সদ্য বিদায়ী বছরের (২০২১ সাল) বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির।
সুবাহর চোখে ইলিয়াস দেখতে নাসিরের মতো। আর তাই তিনি এই গায়কের প্রেমে পড়েন। এমনকি তাকে বিয়ে করতে বাধ্য করেন বলে জানান ইলিয়াস।