এবার শুটিং সেটে চুরি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ছবি : সংগৃহীত
সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য ক্রাউন সাফার’র শুটিং সেটে চুরির ঘটনা ঘটেছে। ম্যাগাজিন পত্রিকা ভ্যারাইটি ডটকম এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং চলাকালিন সময়ে সেট থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা মূলের অ্যানটিক প্রপস চুরি হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বমোট ৩৫০ প্রকারের বেশি অ্যানটিক প্রপস চুরি হয়েছে সেখান থেকে। তার মধ্যে উল্লেখযোগ্য রেপলিকা ফ্রেবরিক্সের ডিম, ড্রেসিং টেবিল, রূপা ও সোনার ক্যান্ডেলসহ আরও অনেকে।
এ বিষয়ে যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ার মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে বলে জানায় ড্রামা সিরিজটির প্রযোজক। ইতোমধ্যেই চুরির ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারি ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন তারা।
এদিকে নেটফ্লিক্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,‘আমরা অনেক ভাবেই খোঁজ নিয়েছি এবং নিশ্চিত হয়েছি যে আমাদের অ্যানিটিক জিনিসগুলো চুরি হয়েছে। এরফলে পরবর্তীতে পুলিশকে জানিয়েছি। আর আমি এটাও আশা করছি, এসব জিনিস খুঁজে পাওয়া যাবে এবং অক্ষত অবস্থায় ফিরে পাব। আপাতত শুটিংয়ে যাতে বিঘ্ন না ঘটে তাই শুটিংয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।