avertisements 2

এবার মুখ খুললেন আলিয়া, জবাব দিলেন কঙ্গনার কটাক্ষ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ফাইল ছবি

এক শিশুর মুখে ‘গাঙ্গুবাই’ ছবির সংলাপ শুনে অবাক হয়েছিলেন আলিয়া ভাট। ব্যাপক ভাইরাল হয় সেই ভিডিয়ো। নেট দুনিয়ায় ভিডিও আপলোড হতেই আপত্তি তোলেন আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 

ইনস্টাগ্রামে এসে ওই শিশুর মেয়েটির বাবা-মাকে উদ্দেশ্য করে পোস্টও করেন কঙ্গনা। হাতে সিগারেট নিয়ে ছোট মেয়ে আলিয়াকে নকল করছে, ব্যাপারটি নিয়ে তীব্র বিরোধিতা করেন তিনি। এখানেই থামেননি কঙ্গনা, ট্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার মন্ত্রী স্মৃতি ইরানিকেও। তিনি বলেন, সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত এই সব বাবা-মায়ের বিরুদ্ধে, যারা ছোট ছোট শিশুদের এই ধরনের অভিনয় সমর্থন করছেন। 

কঙ্গনার এই পোস্টের পর এবার মুখ খুললেন আলিয়াও। আলিয়া জানিয়েছেন, তিনি ভিডিওটির মধ্যে অশোভন কিছুই দেখতে পাননি। তিনি মনে করেন বাবা-মায়ের অনুমতি ও তাদের চোখের সামনে ঘটেছে ঘটনাটি। শিশুটির বাবা-মা, বড় বোন কিংবা কোনও প্রিয়জনের যদি বিষয়টি নিয়ে আপত্তি না থাকে আমার মনে হয় না এটা নিয়ে মাথা ঘামানোর কিছু আছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2