আজ ভালোবাসা দিবস শুভশ্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৫৬ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
কলকাতার জনপ্রিয় অভিনেত্রীর শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, আজ (২১ ফেব্রুয়ারি) তার ভালোবাসা দিবস। অনেকেই ভাবতে পারেন, ১৪ ফেব্রুয়ারি রেখে কেন আজকের দিনকে ভালোবাসা দিবস হিসেবে বেছে নিলেন এই নায়িকা? অবশ্য বিশেষ কারণেই আজকের দিনটিকে ভালোবাসাময় করে রাখতে চান তিনি।
ইনস্টাগ্রামে এক পোস্টে শুভশ্রী জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি তার মনের মানুষ রাজ চক্রবর্তীর জন্মদিন। স্বামীর জন্মদিনটাই নিজের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উল্লেখ করেছেন নায়িকা।
সেই পোস্টে রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, 'আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সব ইচ্ছা পূরণ হোক।' শেষে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। ফেসবুক ভেরিফায়েড পেজেও তিনি একই পোস্ট দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান সারেন পরিচালক রাজ। সে বছরই ১১ মে সাত পাকে বাঁধা পড়েন তারা। বর্তমানে একমাত্র ছেলে ইউভানকে নিয়ে সুখে সংসার করছেন এই দম্পতি।