লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন পূজা চেরি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫৪ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
সদা হাস্যোজ্জ্বল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন তিনি। রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লাইভে আসেন তিনি। এ সময় তাকে কাঁদতে দেখা যায়।
লাইভের শুরুতেই পূজা বলেন, আপনারা সবাই জানেন আমার একটি বিড়াল ছিল। যার নাম ছিল ওরিও। গত ৪ বছর ধরে বিড়ালটি আমার কাছেই ছিল। কিন্তু আমার পোষা বিড়ালটি আর বেঁচে নেই। এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন নায়িকা।
বিড়ালটি কীভাবে মারা গেছে জানিয়ে পূজা বলেন, আমাদের বাড়ির নয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে নয়তো পা পিছলে ওরিও নিচে পড়ে যায়। এরপর আমি ওকে নিয়ে আসছি। এ সময় লাইভে ওড়না দিয়ে ঢেকে রাখা বিড়ালটির দিকে দেখিয়ে ফের কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। নিজের পোষা বিড়ালটিকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।