avertisements 2

ভক্তের মৃত্যুতে আইনি জটিলতায় পড়লেন শাহরুখ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১১:৫০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত রয়েছে। তার বাড়ির সামনে সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে। প্রিয় অভিনেতাকে সামনে থেকে একনজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভক্তরা। এমনই এক ভক্তের জন্য আইনি জটিলতায় জড়িয়েছেন শাহরুখ।

পাঁচ বছর আগের কথা। 'রইস' সিনেমার প্রচারে ট্রেনে চেপে ১৭ ঘণ্টায় মুম্বাই থেকে দিল্লি পৌঁছেছিলেন শাহরুখ। একাধিক স্টেশনে সিনেমার প্রচার করেন তিনি। সেই যাত্রায় শাহরুখ যখন গুজরাটের ভাদোদারা স্টেশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সে সময় প্ল্যাটফর্মে পড়ে যান ফরিদ খান নামের এক ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় ভাদোদারার নিম্ন আদালতে শাহরুখের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিল প্রয়াত ফরিদের পরিবার। তবে সিনেমার প্রচারে অনুরাগীর মৃত্যুর জন্য কোনো দায় নেই শাহরুখের, এই আবেদনের শুনানি হয়েছে। গেল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গুজরাট হাইকোর্টে এই শুনানি হয়।

শাহরুখের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেওয়ার আবেদন জানিয়ে গুজরাট হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল, আর সেই আবেদনপত্রে বলা হয়েছে ওই ব্যক্তির হৃদযন্ত্রে সমস্যা ছিল এবং অন্য কারণে তার মৃত্যু হয়েছে। এর জন্য কোনোভাবেই দায়ী নন শাহরুখ খান।

জানা গেছে, আগামী ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে হাইকোর্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়:

আরও পড়ুন

avertisements 2