avertisements 2

করোনায় আক্রান্ত হয়ে ভয়ে আছেন হৃদয় খান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৫৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

করোনায় আক্রান্ত হয়ে গৃহবন্দি আছেন জনপ্রিয় গায়ক হৃদয় খান। গত বুধবার তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে খবরটি হৃদয় গণমাধ্যমে প্রকাশ করেন রবিবার। এক দিন হাসপাতালে কাটিয়ে বর্তমানে তিনি আইসোলেশনে ডাক্তারের পরামর্শ মেনে চলছেন বলেও জানান।

হৃদয় খান জানালেন, বুধবার সকালে ঘুম থেকে উঠেই তিনি জ্বর জ্বর অনুভব করেন। এদিন দুপুর পর্যন্ত জ্বর বাড়ে। খেতে গিয়ে সবকিছুই তিতা তিতা লাগছিল। আস্তে আস্তে শরীরে ব্যথা অনুভব হচ্ছিল। এরপর দ্রুত হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরীক্ষা করে জানতে পারেন করোনা পজিটিভ।

করোনায় আক্রান্ত হয়ে তিনি বেশ ভয় আছেন বলেও জানান হৃদয়। কারণ, তিনি এখনও করোনার ভ্যাকসিন নেননি। গায়ক বলেন, ‘বাসা থেকে তেমন বের হই না। করোনার কারণে স্টেজ শো কমিয়ে দিয়েছি। তার পরও কীভাবে কী হলো বুঝলাম না।’

শরীরের বর্তমান অবস্থা জানিয়ে হৃদয় বলেন, বর্তমানে মাথা ও শরীরব্যথা আছে। কাশি নেই। কিছু খেতে পারছি না। এ জন্য শরীরটা দুর্বল। সবাই দোয়া করবেন।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2