দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করলেন অনন্ত-বর্ষা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা দম্পতি দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করেছেন। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নবনির্মিত এই মসজিদের উদ্বোধন করেন তাঁরা।
জানা গেছে, দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে আরিজ আবরার জামে মসজিদ। বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর এলাকায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে। অনন্ত-বর্ষা দম্পতি উপস্থিত ছিলেন মসজিদ উদ্বোধন আয়োজনে।
অন্তর্জালে এক ভিডিও পোস্ট করে অনন্ত জলিল লিখেছেন, ‘পবিত্র জুম্মার দিনে আরিজ আবরার জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান।’ সিনেমার বাইরে অনন্ত জলিল প্রায়ই বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে আলোচনায় থাকেন।
অনন্ত-বর্ষা দম্পতির মুক্তির অপেক্ষায় আছে ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমা। এছাড়া অনন্ত জলিল নরওয়েভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠানের ‘দ্য লাস্ট হোপ’ শিরোনামে একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।