চেয়ারে বসতে আর কোনো বাধা নেই: নিপুন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:০৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে আর কোনো বাধা নেই নেই বলে জানিয়েছেন নিপুন। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমে এ কথা জানান। তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে বসতে আমার আর কোনো বাধা নেই। তবে আমি পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করব।
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে চলছে নানা ধরনের ঘটনা। সাধারণ সম্পাদক পদ নিয়েই বারবার তৈরি হচ্ছে জটিলতা। আর এ সকল জটিলতার সমাধান অবশেষে হতে চলেছে। এই সমস্যার সমাধান নিয়ে নিপুন বলেন, আমি প্রথমেই আমার আইনজীবীদের ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে ব্যারিস্টার রোকোনুদ্দিন মাহমুদকে। উনার পুরো টিম আমার পক্ষে কাজ করেছে।
নিপুন বলেন, আমি প্রথম থেকেই বলে আসছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে রায় দিবে সেটাই মেনে নিবো। আদালতের কাছে আমরা ন্যায় বিচার চেয়েছি। আমরা আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। আদালত রিটটা করেছে সেটি ১৩ তারিখ পাঁচজন বিচারপতিসহ সম্পূর্ণ বেঞ্চ শুনবে।
নিপুন আরও বলেন, আমি আদালতে দুইটা আপিল করেছি। ভোট পুনর্গণনা করার জন্য একটি ও অপরটি আচরণ বিধি লঙ্ঘনের জন্য। আজ ভার্চুয়ালি যে শুনানি হয়েছে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমার এখন আর সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে কোনো বাধা নেই। তবে আমি সম্পূর্ণ বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই।