বিয়ে করলেন সারিকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ১২:২৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সংগৃহীত ছবি
বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। তার স্বামীর নাম আহমেদ রাহি। তিনি পেশায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাতে সারিকা তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যে বিশ্বাস ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।
এর আগে, ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা; তাদের সংসারে এক মেয়ে আছে। সম্পর্কের টানাপোড়েনের জেরে তাদের বিচ্ছেদ ঘটেছে। ২০০৬ সালে একটি মোবাইল কোম্পানির মডেল হয়ে সবার নজর কাড়েন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
সারিকা অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে মোহন খানের ‘রাধা তুমি কার’, এস এ হক অলিকের ‘গেন্দুচোরা ও প্রেমকাহিনী’, হিমেল আশরাফের ‘প্রেমের বেদনা’, চয়নিকা চৌধুরীর ‘আহা বালিকা’ ও বিকেলে সোনা রোদ’, সাইফ চন্দনের 'একটু বোকামি অনেকটা পাগলামী` ইত্যাদি।