avertisements 2

আমাদের দেখে অন্যদের নির্বাচন শেখা উচিত: কাঞ্চন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০১:০৭ এএম, ১৭ মে,শুক্রবার,২০২৪

Text

ছবি : সংগৃহীত

শুক্রবার সকাল ৯টা ১২ মিনিট থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা ১৬ মিনিট পর্যন্ত। সকাল থেকেই শিল্পীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে বিএফডিসি।

মূলত ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সব সময় দ্বিমুখী হয়। কিন্তু শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে একে অন্যকে দেখে জড়িয়ে ধরেন দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। এ সময় গণমাধ্যমকে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ভোটের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দ্বিমুখী হলেও আমরা এক। ভোট কীভাবে করতে হয়, প্রার্থীদের আচরণ কেমন হবে তা আমাদের আচারণই বলে দিচ্ছে। সব সময় দেখা যায় একজন আরেকজনকে ধাওয়া করে, গুলি করে কিন্তু আমরা শিল্পী। আমাদের মধ্যে এসব নেই। আমাদের নির্বাচন দেখে দেশবাসীর শিক্ষা নেওয়া উচিত।

এ সময় মিশা সওদাগর বলেন, কাঞ্চন ভাইয়ের সাথে নির্বাচন করতে পেরে আমি সম্মানিত। তিনি অত্যন্ত ভালো মানুষ। সম্মানিত মানুষ। দুই জন একে অপরের সম্পর্কে বলতে বলতে কাঞ্চন হাসিমুখে বলেন, শিল্পীরা সবাই খুব ভালো অভিনয় করে। যারা ভালো অভিনয় করে তাদের ব্যাপারে আগেই কিছু বলতে চাই না। আমি ভোটের ফলাফলে বিশ্বাসী।

এবার মোট ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। তবে সর্বমোট ৩৬৫ ভোট পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিল্পীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন বলে আরটিভি নিউজকে জানিয়েছে নির্বাচন কমিশন। এখন ভোট গণনা চলছে।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2