avertisements 2

মোশাররফ করিমের জন্য সরাসরি শুটিংস্পটে পার্নো মিত্র

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জানুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০৮:১৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

অভিনেতা মোশাররফ করিমের সাথে শুটিংয়ে যোগ দিতে কলকাতা থেকে সরাসরি নওগাঁয় গেছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। ১৮ জানুয়ারি (মঙ্গলবার) শুটিংয়ে যোগ দিতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশে রওনা দেন এই অভিনেত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক ফজলুল কবীর তুহিন। পার্নো করোনা পজিটিভ হওয়ায় শুটিংয়ে অংশগ্রহণ করতে পারেননি এতদিন। তবে সকালে তুহিন জানিয়েছিলেন, আজ পৌঁছে বিশ্রাম নিয়ে কাল শুটিং করবেন পার্নো। কিন্তু মোশাররফসহ শুটিং ইউনিট প্রস্তুত থাকায় আজকেই কাজ শুরু করবেন বলে সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

আজ বিকাল ৪টায় নির্মাতা বলেন, ‌‘পার্নো এখন বাংলাদেশে। রাস্তায় আছেন। তিনি পৌঁছামাত্র শুটিংয়ে যোগ দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা সেভাবেই কাজ এগোচ্ছি।’ তুহিন আরও বলেন, ‘করোনা পজিটিভ হওয়ায় পার্নো শুটিংয়ে অংশগ্রহণ করতে পারেননি এতদিন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ ছিল সবসময়।’

পরিচালক জানান, নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যেই পুরো ছবির কাজ শেষ হবে। আপাতত ৬০ ভাগ সম্পন্ন হয়েছে বলে দাবি পরিচালকের। 

নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমার শুটিং শেষ করেছেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2