avertisements 2

পরীমনির মা হওয়ার খবরে শুভেচ্ছায়

‘আমি খালা হচ্ছি, আর সাংবাদিকরা মামা হচ্ছেন’: ফারিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৩৫ এএম, ২৪ জানুয়ারী,সোমবার,২০২২

Text

মা হতে চলেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার সন্তানের বাবা নবাগত নায়ক শরিফুল রাজ। গণমাধ্যমকে পরী নিজেই মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই নায়িকার মা হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজের অনেক তারকা। মাতৃত্বের মতো এমন পবিত্র পদক্ষেপ নেওয়ায় তাকে সাধুবাদ দিচ্ছেন সবাই। ক্যারিয়ারের উড়ন্ত সময়ে পরীর মা হওয়ার পদক্ষেপকে সাহসি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘আমি খালা হচ্ছি, আর সাংবাদিকরা মামা হচ্ছেন; ব্যাপারটা খুবই আনন্দের। পরীমনি ও রাজের জন্য অনেক অনেক শুভকামনা। এতো সাহসী পদক্ষেপের জন্য কলিজা লাগে ভাই। এতো বড় নায়িকা হয়েও ক্যারিয়ারের এই পর্যায়ে মা হওয়ার সিদ্ধান্ত নিতে সবাই পারে না। পরীমনি দেখেই পারল। ভালো থাকুক এই লাভ বার্ডস। ভালোভাবে দুনিয়ায় আসুক তাদের অনাগত সন্তান। অনেক অনেক শুভকামনা রইল।’

পরীমনি সিনেমায় আত্মপ্রকাশ করেছেন ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে’। এ পর্যন্ত প্রায় তিন ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। যেটি মুক্তি পেয়েছে গত বছর। মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত সিনেমা ‘গুণিন’, ‘মুখোশ’, ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ প্রভৃতি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2