চিত্রনায়িকা পরীমনির যত বিয়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:২২ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ছবি: ইন্টারনেট
ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। তাকে নিয়ে খবরে বিভিন্ন সময় গরম হয়ে উঠে মিডিয়া পারা। হওয়াটাই স্বাভাবিক কেননা, নিজেকে নিয়ে সমালোচলার জন্ম তিনি নিজেই দেন। সম্প্রতি মাদক মামলার আসামী হয়ে জেল থেকে জামিনে মুক্তি পান এই চিত্রনায়িকা। এই রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনার জন্ম দিয়ে জানালেন, মা হতে যাচ্ছেন পরীমনি। বাবা হিসেবে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা শরিফুল রাজকে।
একাধিক বিয়ে করেও বিগত সময় আলোচনায় ছিলেন পরীমনি। বিডি২৪লাইভ’র পাঠকদের উদ্দেশ্যে পরিমনির বিয়ে নিয়ে প্রতিবেদনটি তুলে ধরা হলো-
সূত্রে জানা যায়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইসমাইল হোসেন নামের এক যুবকের সাথে ২০১০ সালে। দু’বছর পার না হতেই প্রথম সংসারের বিচ্ছেধ ঘটে তার। বছর না ঘুরতেই ২০১২ সালে ফেরদৌস কবীর সৌরভের সাথে ২য় বিয়ে সম্পন্ন করেন পরীমনি। এর পর দীর্ঘ সংসারের পর বিচ্ছেদ ঘটিয়ে ২০১৯ সালে আর জে তামিম হাসানকে বিয়ে করেন। এখানেও ভাগ্য সহায় হলো না পরীর। মাত্র এক বছরের মাথায় ২০২০ সালে সম্পর্কের ইতি টেনে কামরুজ্জামান রনিকে বিয়ে করেন। এখানেও বিধিবাম। বিগত সময়ের মত এ সংসারেও ইতি ঘটায় পরী নিজেই।
সবশেষ ২০২১ এ এসে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে মা হতে চলেছেন এই গ্লামার নায়িকা। তবে গণমাধ্যম বা পারিবারিক ভাবে প্রকাশ করা হয়নি সবশেষ বিয়ের কাবিন নামাটি। এই খবরে সরগরম হয়ে আছে ঢালিউড পাড়া সহ পরী ভক্তদের মাঝে।
উল্লেখ্য, পরীমনি ১৯৯২ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করলেও ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে সে বড় পর্দায় অভিষেক হয়।